রাজারহাটে প্রকাশ্য দিবালোকে বিলে (জলাশয়) হাঁসের খামারি বাবার দুপুরের খাবার দিতে যাওয়া রাব্বি (১২) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাব্বি উপজেলার চাকিরপাশা ইউনিয়নের হারেজ আলীর ছেলে বলে জানা গেছে। শুক্রবার দুপর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে স্থানীয়রা জানান, নিহত রাব্বির পিতা হারেজ আলীর একটি হাঁসের খামার রয়েছে। প্রতিদিন হারেজ হাঁসগুলোকে নিয়ে টগরাইহাট এলাকার গোদ্দার ব্রিজের পাশে বিলে খাবার খাওয়াতে আসেন। আর রাব্বি বাবার জন্য অন্যদিনের মতো দুপুরের খাবার নিয়ে আসে। শুক্রবার স্থানীয়রা সেখানে একটি গাছের সঙ্গে তার রাব্বীর মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওই সময় হারেজ আলী ঘটনাস্থলে ছিল না বলে জানান স্থানীয়রা।
রাব্বির মৃত্যু কোনোভাবেই আত্মাহত্যা হতে পারে না বলে দাবি এলাকাবাসীর। কে বা কারা রাব্বিকে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রেখেছে বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার বলেন, রাব্বির পিতা হারেজ আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে এটি হত্যা মামলায় রূপান্তর হবে।
আপনার মূল্যবান মতামত দিন: