সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে- মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ৪ আগষ্ট ২০২২, ০৪:২০

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। 

বুধবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ও ডাব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

এসময় তিনি আরও বলেন, ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তবে তা অর্জন সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেওয়া যাবে, ঠিক তেমনি সেবা প্রদানে কোন সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি কর্পোরেশন (C4C 2) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখাপ্রধানগণ, C4C 2 প্রকল্পের চিফ অ্যাডভাইজর নাওকো আনজিসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন: