অসম্পূর্ণ স্বপ্নকে আজকের ছাত্ররাই পূর্ণ করতে পারেন

আখলাক, গবি প্রতিনিধি | ৩১ জুলাই ২০২২, ০৪:৪১

সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অন্যতম ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি বিদেশে রেসিং গাড়ি চালাইতাম। কিন্তু ৭১'এ যখন দেখলাম দেশ যদি না বাঁচে, মা না বাঁচে তাহলে আমি এখানে বিলাসিতা দিয়ে কি করবো? সেজন্য সব ফেলে রেখে আমি দেশে চলে আসি মানুষের সেবার জন্য। আমার স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। আপনারা নতুন প্রজন্মের ছাত্ররাই পারেন এ অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে। 

শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আগামী সেপ্টেম্বর মাসে গণ বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষার্থীদের দু'টি হল তৈরির ঘোষনাসহ গবেষণা খাতে গণ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে দিক নির্দেশনা দেন।

ডা. জাফরুল্লাহ আরও জানান, ৫০ হাজার বেকারকে গণস্বাস্থ্যের মাধ্যমে ডিপ্লোমা কোর্স করিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই বিদেশে। যেখান থেকে তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল হবে। 

সভাপতির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‍‍`আগামী বছর বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী তথা ২৫ বছর পূর্তি হবে। এটা আমরা বড় আকারে উদযাপন করবো। এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্ত থাকবে।‍‍` 

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরেন।  একইসাথে এ প্রতিষ্ঠানকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল করার ঘোষণা দেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, আইকিউএসির পরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল সাড়ে দশটায় আনন্দ র‌্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরের পর একাডেমিক ভবন মিলনাতয়নে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ১৪ জুলাই। কিন্তু ঈদুল আযহার ছুটির কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আজ দিবসটি পালিত হচ্ছে। সর্বশেষ ৬ বছর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
    উপজেলা নির্বাচন : ১৩৯ উপজেলায় চলছে ভোট
  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”