কিছুদিন পরে দারিদ্র্য দেখতে মিউজিয়ামে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২২, ০১:০৩

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘দেশে ক্রমান্নয়ে দরিদ্রের সংখ্যা কমে আসছে। এখন ২২ শতাংশ। খুব শিগগিরই এখান থেকে উত্তোরণ ঘটবে। এই দারিদ্র্য মোকাবিলা করেই আমাদের দেশের লোক এই জায়গায় এসেছে। কিছুদিন পরে নতুন প্রজন্মকে দারিদ্র্য দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে। সব কিছু মোকাবিলা করেই আমরা একটি সফল উন্নত দেশের দিকে চলছি। আমাদের মাথাপিছু আয় থেকে শুরু করে সব দিকেই বাড়ছে।’

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবার পেছনে যে গতি তার একটি কারণ রয়েছে। আর সেটি হলো তরুণ সমাজ। এখন দেশে ৬৫ শতাংশ কর্মক্ষম মানুষ রয়েছে। তাই আমাদের এই গতি কেউ রুখতে পারবে না। এই ৬৫ শতাংশ মানুষ সারাদেশে পুরোদমে কাজ করতে পারে। আমরা সেই দিক দিয়ে ভাগ্যবান। সেজন্যই আমাদের এই গতি দুর্বার গতি।’

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, এসপি মোহাম্মদ জাকারিয়া ও অলিলা গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

 



আপনার মূল্যবান মতামত দিন: