অনেকে না বুঝে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চাহিদার তুলনায় দেশে পেট্রল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন ডলারের যে রিজার্ভ আছে তাতে দিয়ে ৬ থেকে ৯ মাসের খাদ্যশস্য কেনা যাবে।
এদিকে ‘দেশে পেট্রল-অকটেন ফুরিয়ে যাচ্ছে, পেট্রলের মজুত আছে ১৩ দিনের এবং অকটেনের মজুত আছে ১১ দিনের’ এমন মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সবাইকে অবগত করার জন্য এ তথ্য জানালেন।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ পেট্রল ও অকটেন আমদানি করে না বললেই চলে। পেট্রলে এ দেশ আত্মনির্ভরশীল। অকটেন কিছু পরিমাণ আমদানি করতে হয়, সেটা বুস্টার হিসেবে। আমাদের গ্যাস ফিল্ডের কনডেনসেট থেকেই দেশের চাহিদার সবটুকু উৎপাদন করা হয়। দেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ ছাড়া দেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুত থাকলেও কিছু নামধারী মিডিয়া দেশকে শ্রীলংকা বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনমনে ভীতি তৈরির উদ্দেশ্য নিয়েই এসব গুজব ছড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার মূল্যবান মতামত দিন: