ডিবির নতুন জ্যাকেট, থাকছে ‘কিউআর কোড’

মমিনুল হক রাকিব | ২৭ জুলাই ২০২২, ০৯:৪৩

সংগৃহীত

বিভিন্ন সময়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয়ে ব্যবহার করে ডাকাতসহ বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা সাধারণ মানুষের সম্পদ লুট ও অপহরণের অভিযোগ ওঠে। কখনো কখনো আসল গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ও নকল পোশাক উদ্ধার করতে দেখা যায়।

এবার ডিবি পরিচয়ে অপরাধের লাগাম টানতে গোয়েন্দা সদস্যদের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। বিশেষ ধরনের কাপড় ও রঙের তৈরি জ্যাকেটগুলোতে পৃথক কোড সংযুক্ত করে গোয়েন্দা সদস্যদের দেওয়া হবে।

বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ যে জ্যাকেট পরে অভিযান চালায় তা বেশ পুরানো।

অধিককাল জ্যাকেটটি ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরী করে। পরে সেই জ্যাকেট গায়ে পরে ভূয়া ডিবি সেজে নিরীহ মানুষকে ফাঁদে ফেলত তারা।

মঙ্গলবার বিকালে সময় ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, জ্যাকেটটির হুবহু কপি রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সময় ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হন, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিতে সংযোজন করা হচ্ছে নতনু জ্যাকেট।

বিশেষ ধরনের এই জ্যাকেট পরে অভিযানের সময় কারও সন্দেহ হলেই ওই ব্যক্তি ডিবির সদস্য কি না, তা কিউআর কোডের মাধ্যমে সঙ্গে সঙ্গেই শনাক্ত করা যাবে। এই জ্যাকেটে ডিএমপি ও ডিবির রঙিন লোগো দৃশ্যমানভাবে ব্যবহার করা হচ্ছে। এতে আলোর প্রতিফলন হওয়ায় রাতে দায়িত্ব পালনের সময়ও দূর থেকে ডিবি সদস্যের উপস্থিতি বোঝা যাবে। এই জ্যাকেটে বিশেষ ধরনের পকেট সুবিধা থাকায় অভিযানের সময়ে সদস্যরা দরকারি নোটবুক, কলম ও কাগজপত্র রাখতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন: