বিনা ভিসায় ৪১ দেশে যেতে পারবে বাংলাদেশিরা

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২২, ০৩:১৩

সংগৃহীত

বিনা ভিসায় ৪১ দেশে যেতে পারবে বাংলাদেশিরা, পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২২ এর প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিনা ভিসায় বিশ্বের মাত্র ৪১টি দেশ ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় অঞ্চলের ৯টি, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি, এশিয়ার ৬টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।

ভিসা-মুক্ত ভ্রমণ: বাহামা, বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, লেসোথো, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভানুয়াতু।

আগমনের জন্য ভিসা: বলিভিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, গিনি-বিসাউ, মাদাগাস্কার, মালদ্বীপ, মৌরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেস্তে, টোগো, টুভালু এবং উগান্ডা।

ই-ট্যুরিস্ট ভিসা: শ্রীলঙ্কা।

সূচকে বিশ্বের নবম দুর্বলতম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

একজন জাপানি পাসপোর্টধারী সর্বোচ্চ ১৯৩টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া ১৯২ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। এতে জার্মানি ও স্পেন যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।

১৮৯ দেশে যাওয়ার সুবিধা পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড, ইতালি এবং লুক্সেমবার্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর