হজ্বের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় নামছে রাতে

মমিনুল হক রাকিব | ১৫ জুলাই ২০২২, ০১:৪৯

সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) হজ্বযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে। বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১০ টায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিজি-৩৫০২ ফ্লাইটটি জেদ্দা থেকে সৌদি আরব এর স্থানীয় সময় দুপুর সোয়া ১২ টায় রওয়না হবে। 

হজ্বযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ১৫ জুলাই মধ্যরাত ২ টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা জানা যায়নি। 

বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জন হজ্ব এর সুযোগ দেয় সৌদি সরকার। দিতীয় দফায় জুলাই মাসে অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে সুযোগ দেয়া হবে। 

এবার হজ্বে গিয়ে ১৫ জন হজ্বযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী।



আপনার মূল্যবান মতামত দিন: