ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২২, ০১:০৩

-ফাইল ছবি

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনের আগাম টিকেট শুক্রবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঢাকার কমলাপুর, ফুলবাড়িয়া, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে ঈদের ট্রেনের টিকেট বিক্রি চলছে। এ দিন দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকেট। একজন যাত্রী একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন।

সকালে কমলাপুর স্টেশনে গিয়ে টিকেটের জন্য যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। স্টেশনের ১৬টি কাউন্টারের সামনে ছিল টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন।

কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, কাউন্টারের পাশাপাশি মোবাইল অ্যাপ এবং ইন্টারনেটে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এবার ঈদে প্রতিদিন প্রায় ২৭ হাজার টিকেট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকেটের অর্ধেক অনলাইনে বিক্রি হবে।

কোরবানির ঈদ আগামী ১০ জুলাই। তার আগের দুদিন শুক্র ও শনিবার। ফলে এবার ঈদযাত্রার ভিড় শুরু হবে ৭ জুলাই শেষ কর্মদিবসের পর।



আপনার মূল্যবান মতামত দিন: