প্রথম দিনে পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি ৯ লাখ

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২৭ জুন ২০২২, ২৩:০৫

টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে যানবাহন। ছবিটি ২৬ জুন সকালে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে- ছবি: সংগৃহীত

যান চলাচল শুরুর প্রথম দিনে পদ্মা সেতুতে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) জানিয়েছে গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হিসাব।

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য গতকাল সকাল ছয়টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় প্রথম দিন পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলেছে। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) সূত্র বলছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অবশ্য আজ সকাল ছয়টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: