মঙ্গলবার বন্যাদুর্গত সিলেট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২২, ১৪:১২

ছবিঃ সংগৃহীত

বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার হেলিকপ্টার যোগে দুর্গত অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে সিলেট যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।

এর আগে গত বুধবার সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন বৃহস্পতিবার তা ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত পানি বাড়তে শুরু করলে প্লাবিত হয় সিলেট নগরের বেশির ভাগ এলাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর