দুপুরে সীতাকুণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন আইজিপি

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ২৩:৩৪

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে দুপুরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পাঁচলাইশ মডেল থানার ওসি নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, আজ মঙ্গলবার (৭ জুন) আইজিপি মহোদয় বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করবেন।

তিনি বলেন, বিএম ডিপোতে দুর্ঘটনার তিনদিন পর পুলিশ কন্ট্রোল রুম ও ব্রিফিং সেন্টার খুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টারের সামনে মঙ্গলবার সকালে তারা এ বুথ চালু করে। আইজিপি সেখানে ব্রিফিং করবেন।

সীতাকুণ্ডের ওই কনটেইনার ডিপোতে আগুন লাগার ৫৮ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনারে আগুন জ্বলছে।



আপনার মূল্যবান মতামত দিন: