চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
এছাড়া দুর্ঘটনায় যাঁরা গুরুতর আহত বা অঙ্গহানির শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে ছয় লাখ টাকা দেওয়া হবে। অন্য আহত ব্যক্তিদের চার লাখ টাকা করে দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (৬ জুন) রাতে বিএম কনটেইনার ডিপো লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার রাত নয়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: