গাইবান্ধায় গণপরিবহন চালুর দাবিতে বাস শ্রমিকদের বিক্ষোভ

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ২১:২৮

ছবি: সংগৃহীত

গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে গাইবান্ধায় বাস শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও টায়ার জালিয়ে রাস্তা অবরোধ কর্মসুচী পালন করেছে। 

গাইবান্ধা জেলা বাস ,মিনিবাস ও কোচ মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে দুপুরে বাস টার্মিনাল থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন করে বাসস্টান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে টায়ার জালিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করে।

এ সময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্মাদক জামিলুর রহমান জামিল, শ্রমিক নেতা আব্দুল করিম ,আব্দুর রাজ্জাক সহ অন্যরা । 

বক্তারা বলেন ,সারাদেশে স্বাস্থ্য বিধি মেনে সবকিছু চালু থাকলেও কোন কারনে গণ পরিবহন চালুর অনুমতি দেয়া হচ্ছে না। পরিবহন চালু না থাকায় শ্রমিকের পরিবারের লোকজন না খেয়ে অনাহারে দিন যাপন করছে। তারা রোজা পর্যন্ত করতে পারছেনা ।





আপনার মূল্যবান মতামত দিন: