তীব্র দাবদাহে অতীষ্ঠ জনজীবন; থাকবে আরও কয়েকদিন

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২২, ০৪:২৯

ছবিঃ সংগৃহীত

কয়েকদিনের তীব্র দাবদাহে জনজীবন প্রায় অতীষ্ঠ। আজও একই পরিস্থিতি বিরাজ করছে। আগামী আরও কয়েকদিন এই আবহাওয়াই বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে অন্যান্য স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির দেখা মিলতে পারে।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারা দেশে যে তাপমাত্রা ছিল, আজও একই পরিস্থিতি থাকবে।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। এ তিনটি স্থানেই তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া ঢাকায় ৩৬, ময়মনসিংহ ৩৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৭, সিলেটে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৯ দশমিক ৩ এবং বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: