খুব দ্রুত শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা-নেপিদো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শাহরিয়ার আলম এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথম ধাপে সাতশ রোহিঙ্গাকে ফেরত নিতে আগ্রহের কথা জানিয়েছে মিয়ানমার। তবে বাংলাদেশ চায় পরিবারভিত্তিক এগারশ জনকে একসঙ্গে ফেরত পাঠাতে।
মিয়ানমারের জান্তা সরকার এবার রোহিঙ্গাদের ফেরত নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে চিঠি দিয়েছে। যাচাই-বাছাই শেষে সাতশ রোহিঙ্গাকে দ্রুত ফেরত নিতে তালিকাও পাঠানো হয়েছে ঢাকাকে।
শাহরিয়ার আলম জানান, এখন পর্যন্ত ২৮ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই শেষ করেছে মিয়ানমার। পর্যায়ক্রমে সাড়ে ৭ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব বলে আশা করছে বাংলাদেশ। আর এই প্রত্যাবাসন স্বেচ্ছায় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করেই সম্পন্ন হবার কথা রয়েছে। এ প্রক্রিয়ায় যুক্ত থাকবে জাতিসংঘও।
আপনার মূল্যবান মতামত দিন: