রেড জোন রাঙামাটিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

সময় ট্রিবিউন | ১৬ জানুয়ারী ২০২২, ০৫:১৭

রাঙামাটির ঝুলন্ত সেতু-ছবি সংগৃহীত

করোনার রেড জোন রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে প্রশাসনের নির্দেশনা তেমন মানা হচ্ছে না। সচেতন নয় পর্যটকরা। অনেকেই পরছেন না মাস্ক। দিচ্ছেন নানা অজুহাত।

সিম্বল অব রাঙামাটি হিসেবে পরিচিত পর্যটনের ঝুলন্ত সেতু। শনিবার (১৫ জানুয়ারি) ছুটির দিনে দলে দলে এসেছে পর্যটক। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক।

কেউ কেউ বেড়াচ্ছেন হ্রদে। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ দেখা যায়নি কারোই। অনেকের মুখেই ছিল না মাস্ক। প্রশাসনের নির্দেশনা থাকলেও মাস্ক ছাড়াই অনায়াসে প্রবেশ করেছে বিভিন্ন পর্যটন স্পটে। এ নিয়ে অজুহাতেরও অভাব ছিল না তাদের।

করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির জন্য রেড জোন ঘোষণার পর অর্ধেক পর্যটক প্রবেশ এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নির্দেশ দেয় প্রশাসন। তবে তা তেমন কার্যকর হচ্ছে না কোথাও।

তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালানোর কথা জানান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রেডজোন রাঙামাটিতে করোনা শনাক্তের হার ১০ শতাংশ। যদিও এর সঙ্গে ভিন্নমত আছে স্থানীয় সিভিল সার্জন অফিসের।

 



আপনার মূল্যবান মতামত দিন: