ভোটকে ‘প্রশ্নবিদ্ধ করতে’ বিএনপি নির্বাচনে আসবে: কাদের

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:০৫

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপে না এলেও ভোটকে ‘প্রশ্নবিদ্ধ করতে’ বিএনপি ‘নির্বাচনে আসবে’ বলেই তার ধারণা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নির্বাচনে আশার উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। ‘কারণ তারা জানে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটি হলো তাদের এজেন্ডা।'

নির্বাচন কমিশন গঠনে আইন করা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবারই আইনটা হতো, মহামারির কারণে সংসদ অধিবেশন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। এবার না হলেও আগামী বার হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: