-2021-12-27-13-08-51.jpg)
নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরই অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেবেন দুটি ইসলামিক দল।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাবে তরিকত ফেডারেশনের একটি প্রতিনিধি দল। একইদিন সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিসের সঙ্গে রাষ্ট্রপ্রধানের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংলাপে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ কিছু প্রস্তাবনা দেবে দল দুটি।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: