গাড়ির শব্দে ঘুমাতে পারেন না পরিবেশমন্ত্রী

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ১৩:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত

শব্দ দূষণ দিন দিন এতো বেশি বেড়ে গেছে যে গাড়ির শব্দে নিজেই রাতে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।

সোমবার ঢাকায় প্লাস্টিকের ব্যবহার নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। 

শাহাব উদ্দিন বলেন, 'আপনারা দেখেন, গাড়িতে অহেতুক হর্ন বাজায়। বিনা কারণে হর্ন বাজায়। রাতে আমার নিজেরই ঘুম হয় না। আমি চিন্তা করি যে, আমি পরিবেশমন্ত্রী  হয়ে নিজেই ঘুমাতে পারছি না গাড়ির শব্দে। তাহলে আমার ঢাকা সিটির মানুষ কীভাবে ঘুমায়? তাও এমন নিষিদ্ধ হর্ন, সেই ভোররাত ৩টা-৪টার সময়ও যেটা বাজে।' 

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্ব নিয়ে 'যথাযথভাবে' মানুষকে 'উদ্বুদ্ধ ও বাধ্য করতে হবে' বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, সারাদেশের শহরগুলোতে প্লাস্টিকের ব্যবহার ১৫ বছরে ৩ গুণ বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: