রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।
মঙ্গলবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, আগামীকাল (১ ডিসেম্বর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে হাফ ভাড়ার এ সিদ্ধান্ত কেবল ঢাকা মহানগরীর জন্য কার্যকর হবে।
তিনি বলেছেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে হাফ ভাড়া দেওয়া যাবে না।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: