রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৩৪৮ পিস ইয়াবা, ৪১২ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ২ বোতল দেশি মদ ও ১৫ কেজি ৪৩০ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: