পোশাক-শ্রমিকদের আন্দোলন বন্ধে মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে কীভাবে আন্দোলনকারীদের কাজে ফেরানো যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান।
বুধবার (২৪ নভেম্বর) মিরপুর ১০-এ ভাঙচুর করা ট্রাফিক পুলিশের কার্যালয় পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মনিবুর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলন এটি একটি নিয়মিত বিষয়। মাঝে মাঝে তারা বিভিন্ন দাবিতে রাজপথে নেমে যান। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আন্দোলন থেকে আবার কর্মস্থলে ফেরানো হয়। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছি। তারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: