বেতন বাড়ানোর দাবিতে রাজধানীতে আন্দোলন

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ০১:৩২

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

গার্মেন্টস শ্রমিকরা বলেন, ‘বাড়িভাড়া, খাবার খরচসহ সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমাদের বেতন ও সুবিধাদি বাড়ানো হয়নি। তাই বেতন বাড়ানোর দাবিতে তিনদিন আগে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছি।’

পোশাক-শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া মিজানুর রহমান নামে এক শ্রমিক নেতা জানান, আমাদের যেসব শ্রমিকের ওপর হামলা চালিয়ে মেরে ফেলা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ ও সঠিক বিচার করতে হবে। তার সঙ্গে আমাদের বেতন, হাজিরা বোনাস বৃদ্ধি, সবাইকে ঈদ বোনাসের আওতাভুক্ত, বাৎসরিক ছুটির অর্থ প্রদান করতে হবে।

এই শ্রমিক নেতা বলেন, আমাদের নিরাপত্তার জন্য আজ শ্রমিকরা লাঠি হাতে রাজপথে নেমেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও মালিকপক্ষের সন্ত্রাসীরা নানাভাবে আমাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা রাজপথ ছাড়বে না বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: