৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

সময় ট্রিবিউন | ১০ নভেম্বর ২০২১, ০৩:২৫

ছবিঃ সংগৃহীত

বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটায় নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে ৷ ফেল করা বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চায় যাতে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারে ৷ 

শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা৷

 



আপনার মূল্যবান মতামত দিন: