লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণের দাবি তুলে আল্টিমেটাম দিয়েছিলেন। শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: