দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নআয়ের মানুষ খাবে কি ?

সময় ট্রিবিউন | ২৫ অক্টোবর ২০২১, ২৩:২০

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাদ নেই খুচরা বাজারে আটা-ময়দার দামও, নতুন করে বাড়ছে চালের দাম।চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা।

এখন বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ আবার বেড়েছে বরবটির দাম। বরবটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও কোথাও এ দাম ৯০-এ গিয়েও ঠেকেছে।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনও কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরও বেড়েছে। 

এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বিক্রেতারা বলছে, শীতের নতুন সবজি বাজারে আসার আগ পর্যন্ত দাম এমন বাড়তিই থাকবে সব ধরনের সবজির।পাশাপাশি বাজারে ব্রয়লার মুরগি ও ভোজ্যতেল চড়া দামে বিক্রি হচ্ছে। যে কারণে পণ্যগুলো কিনতে ক্রেতার বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৯০ টাকাতেও, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, সিম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়, শসা ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ ১২০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৪০ টাকায়, মূলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর