চিত্ত রঞ্জন দাসের মুক্তি চেয়ে আলেম সমাজের মানববন্ধন

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ০১:২৮

ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সবুজবাগ সম্মিলিত আলেম সমাজ। 

বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে দাবিগুলো জানানো হয়।

মানববন্ধনে খাদেমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা আফজাল হোসেন বলেন, ‘সমাজসেবা ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ চিত্ত রঞ্জন দাসের রাজনৈতিক ও সামাজিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্রের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে নারী সংক্রান্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা মনে করি, এর মাধ্যমে অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার পায়তারা করা হচ্ছে।

তিনি বলেন, চিত্ত রঞ্জন দাস আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ব্যক্তিত্ব। ওই অঞ্চলের আলেম সমাজের জন্য তিনি বহু অবদান রেখেছেন। এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সবুজবাগ অঞ্চলের আলেম সমাজ প্রশাসনের কাছে চিত্ত রঞ্জন দাসের সঙ্গে হওয়া অন্যায়ের সঠিক বিচার প্রার্থনা করছি।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: