তুরাগ নদে ট্রলারডুবি: দুই শিশু ও নারীর লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ২২:৩৯

স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন শিশু ও একজন নারী।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ট্রলারডুবির ঘটনায় সকালে আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এখনো উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মূল্যবান মতামত দিন: