শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকা বাইচ

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত নৌকা বাইচ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ অনুষ্ঠানটি বুড়িগঙ্গার সোয়ারী ঘাট থেকে শুরু হয়, শেষ হয় কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে এসে শেষ হয়। এতে মোট ১১টি দল অংশ নেয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নৌকা বাইচ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

৬০ মাঝির নৌকা বাইচে শেখবাড়ী দল প্রথম, সোনার তরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়। ১২ মাঝির নৌকা বাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং  খায়রুল ইসলামের দল তৃতীয় হয়।

অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, বিআইডব্লিউটি’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: