রাজধানীর ইসিবি চত্বরে গাড়িচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

শান্ত হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে শান্ত হাসান নামে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণী এক শিক্ষার্থী গাড়িচাপায় নিহত হয়েছে।

এদিকে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পালিয়ে যাওয়া চালক শাকিলকে আটক করেছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতরাত সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরে গাড়িচাপায় স্কুলছাত্র শান্ত হাসান নিহত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে পথচারীদের ধাওয়ায় গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনাস্থলের কাছাকাছি ওই গাড়ির চালক একটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পথচারীরা গাড়িটিকে ধরার জন্য ধাওয়া দেন। সেসময় দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে শান্তকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর তার সহপাঠীরা ওই এলাকায় সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। আজ সকালেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অভিযুক্ত গাড়িচালককে আটকের কথা জানিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: