রাজধানীতে হাসপাতালের ১১তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮

মরদেহ-প্রতীকী ছবি

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের ১১তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রিয়াজ উদ্দিন (৪৩) নামে ওই রোগী রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন। দীর্ঘদিন ধরে গ্যাস্টিক-আলসার ও পাইলসের সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতালের ১১ তলার জানালা থেকে নিচে পড়ে যান।

তবে পুলিশের ধারণা তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মিরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। আগামীকাল ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বলেন, রিয়াজ উদ্দীনের আগে নিউরোলোজিক্যাল সমস্যাও ছিল। দুদিন আগে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়, ব্যথার কারণে আজ তাকে ইবনে সিনা হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৯টা ৪৭ মিনিটে তিনি ১১ তলায় ওঠেন। এরপর জানালার গ্রিলের পাশে একটি পানির বোতল ও কাগজ রাখা দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: