এডিসের লার্ভা ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ৯৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
অভিযান প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকের অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় ১৫ হাজার টাকা এবং ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৭৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৮টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ৯৪ হাজার ২০০ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: