১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ০০:৪৮

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।

গ্রেফতাররা হলেন- মো. মানিক মিয়া ও মোছা. কানিজ ফাতেমা লিপি। 

জানা গেছে, গ্রেফতার লিপির বাড়ি কক্সবাজারে। সপরিবারে ইয়াবা ব্যবসায় জড়িত। তার স্বামী ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে জেলে রয়েছেন। স্বামীর অবর্তমানে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছিলেন লিপি। অন্যদিকে মানিক মিয়ার বাড়ি বগুড়ায়। তিনিও দীর্ঘদিন ইয়াবা ব্যবসায় জড়িত। ইয়াবার চালানটি মানিকই বিক্রির দায়িত্ব নিয়েছিলেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরের গ্রীন লাইন পরিবহন কাউন্টারের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক ও ফাতেমাকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতাররা জব্দকৃত ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: