রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি ৭৯ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হাসানকে কমিটির প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
রোববার (২২ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন নিয়াজ আহমেদ (উপ-সহকারী পরিচালক), শহিদুল ইসলাম (পরিদর্শক), মাহমুদুল হাসান (সিনিয়র এসও)।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পর্যায়ক্রমে ১৫টি ইউনিট গিয়ে কাজ করে। তাদের সঙ্গে যুক্ত হয় বিমানবাহিনীর টিমও। তাদের যৌথ প্রচেষ্টায় দুপুর ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আপনার মূল্যবান মতামত দিন: