চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৯:২৪

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। এ সময় পুলিশকে টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ সংঘর্ষ হয়।

এ বিষয়ে কয়েকজন বিএনপি নেতারা বলেন, বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি ছিল। কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন। এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়।এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: