করোনায় মারা গেলো ডা. নাজিব মোহাম্মদ

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ০৫:১৯

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রফেসর ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশের আইসিইউ চিকিৎসা সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। দেশে-বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক অবদান রেখে গেছেন’।

তিনি আরো বলেন, ‘গণস্বাস্থে আইসিইউ চিকিৎসা উন্নতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, সদা হাস্যজ্জল ও মহৎ মনের অধিকারী।’ শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



আপনার মূল্যবান মতামত দিন: