শীত এসে এখনো কড়া নাড়েনি মহানগরবাসীর দরজায়। তবে আসি আসি করছে। ঢাকাবাসী এর মধ্যেই শীতের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কেনা হচ্ছে গরম কাপড়, আলমিরা থেকে নামানো হচ্ছে কাঁথা-কম্বল। তৈরি হচ্ছে নতুন লেপ।
শুরু হয়েছে হেমন্ত। উত্তরের জেলাগুলোতে এর মধ্যেই শীত নেমে গেছে, একটু আগেই। ঠিক এমন সময় সাগরে গভীর নিম্নচাপের হাত ধরে ঢাকায় এসে হাজির হলো বৃষ্টি। আজ বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় ঝরেছে রিমঝিম বৃষ্টি। আকাশ মেঘলা। নিম্নচাপের কারণে আরও বেশ কয়েকদিন চলতে পারে এমনটা।
আবহাওয়াসংশ্লিষ্টদের ধারণা, এই নিম্নচাপ আর বৃষ্টির হাত ধরে শহরে আসবে শীত।
এদিকে, আরও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবাহওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মূল্যবান মতামত দিন: