রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ কনস্টেবল আশরাফুজ্জামান ওরফে রনির লাশ। তার বয়স ২২ বছর। ‘প্রেমের কারণে’ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭টার দিকে বনানী ১১ নম্বর রোডের পুলিশ চেকপোস্টের টয়লেট থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় কনস্টেবল রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন রনি। তিনি মিরপুর পুলিশ লাইন্সে থাকতেন। রনির বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন।
পুলিশ জানায়, সকাল থেকে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন রনি। একপর্যায়ে ওয়াশরুমে গিয়ে নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন। পরে গুলির শব্দে সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, কনস্টেবল রনির মোবাইল ফোন ও ফেসবুক চেক করে দেখা হচ্ছে। তার সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বুধবার রাতেও তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। সকালে ডিউটিতে আসার আগেও তাদের কথা হয়। প্রেমঘটিত বিষয়ে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কনস্টেবলরা পিস্তল ব্যবহার করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, দায়িত্ব পালনে সুবিধার জন্য চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবলদের জন্য পিস্তল ইস্যু করা হয়।
এসটি/এসকে
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: