প্রেমের বিয়ে না মানায় আত্মহত্যা করলো বিশ্ববিদ্যালয়ছাত্র

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ মার্চ ২০২৩, ১৯:২৮

সংগৃহীত ছবি

রাজধানীর মধ্যবাড্ডা পোস্ট অফিস গলির একটি বাসায় মো. ইমতিয়াজ আহমেদ আদর (২২) নামে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নওশীন নুসরাত বলেন, আমরা দুজন প্রেম করে বিয়ে করি। আমার স্বামী উত্তরার আইইউবিএটি-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার আমাদের বিয়ে মেনে না নেওয়ায় আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। আজ ভোরে বাথরুমে গ্রিলের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস নেন। প্রতিবেশীদের নিয়ে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর