রাজধানীতে তিন মাদক কারবারি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৯ মার্চ ২০২৩, ১৮:৫৮

সংগৃহীত ছবি

রাজধানীর দারুস সালাম ও ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মাদকসহ মো. শরীফ (২৫), মো. আরিফ হাসান (৩০) ও মো. সিরাজ মোল্লা (৪৫) নামে তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, শনিবার সকালে র‌্যাব-৪ এর পৃথক দুইটি দল রাজধানীর দারুস সালাম ও ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা ও ৮ হাজার ৮২০ পিস টাপেন্টাডলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে আসছেন। এরপর সেগুলো রাজধানী ও ঢাকা জেলার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মূল্যবান মতামত দিন: