রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রহিদুল ইসলাম (৩৫) নামে এক রডমিস্ত্রি মারা গেছেন।
আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে তিনি কাজ করার সময় ভবনের ১৩ তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। তখন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
রহিদুলের সাথে কাজ করতেন আমন একজন জানান, হাজারীবাগের পিলখানা ৪ নম্বর গেটের সামনে ওই ভবনে রহিদুল রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুপুরে ১৩ তলার ছাদে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দৈনিক বাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: