গুলশান পৌরভবন ভেঙে বানানো হচ্ছে মেয়রের বাসভবন!

মমিনুল হক রাকিব | ১৫ জুলাই ২০২২, ০৯:৩০

সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন গুলশান-২ এর ৯০ নং রোডে অবস্থিত গুলশান পৌর ভবন ভেঙে নির্মাণ করা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র এর বাসভবন। 

গুলশান পৌর ভবনটি ১৮৮২ সালে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন এর সাথে যুক্ত হয়। ভবন ভেঙে মেয়র এর বাসভবন নির্মাণ এর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম। 

ডিএনসিসি সূত্রে জানা যায়, ভবনটি রাজস্ব ও আইন কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার করা হত। সম্প্রতি দু’টি বিভাগকে গুলশানের ৪৬ নম্বর রোডের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলায় স্থানান্তর করা হয়। 

ভবনটি ভাঙার জন্য আল মুজাদ্দিয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ৭ লক্ষ ৪০ হাজার টাকায় ১ বিঘা ৩ কাঠার এই ভবনটি কিনেছে তারা। গত মার্চ মাসে ভবনটি কিনে নেয় প্রতিষ্ঠানটি এবং জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভাঙার কার্যক্রম শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন: