অলিগলিতে চলছে চামড়া সংগ্রহ

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২২, ২১:৫০

সংগৃহীত

ঈদের সকাল থেকেই সর্বত্র চলছে চামড়া সংগ্রহের তৎপরতা। এ সময়ে সংগ্রহ করা চামড়ার মাধ্যমেই টিকে আছে দেশের তৃতীয় বৃহৎ রপ্তানি ঘাত ট্যানারি ব্যবসা।

দেশে সারা বছর যে পরিমাণ পশু জবাই হয়, তার ৬০ শতাংশই হয় ঈদুল আজহায় কোরবানির মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের নামাজের পরপরই পশু জবাইয়ের মাধ্যমে শুরু হয়েছে রাজধানীসহ সারা দেশে কোরবানিদাতার ত্যাগের সেই মহোৎসব পশু কোরবানি।

এরপর পশুর শরীর থেকে চামড়া ছাড়িয়ে তা আলাদা করা হচ্ছে। এ ক্ষেত্রে বেশি এগিয়ে আছে ঢাকাসহ সারা দেশের শহরের কোরবানিদাতারা।

রাজধানীতে পশু কোরবানি শুরু হয় সকাল ৭টার পর থেকেই। সাধারণত শহরের পশু কোরবানির প্রক্রিয়াটি সম্পন্ন করেন পেশাদার কসাইরা। এ কারণে তাদের চামড়া ছাড়ানোর কাজটিও হয় দ্রুত। তাই চামড়া সংগ্রহের প্রক্রিয়াতেও থাকে যথারীতি এগিয়ে।

এদিকে ঈদের সকাল থেকেই সর্বত্র চলছে চামড়া সংগ্রহের তৎপরতা। এ সময়ে সংগ্রহ করা চামড়ার মাধ্যমেই টিকে আছে দেশের তৃতীয় বৃহৎ রপ্তানি খাত ট্যানারি ব্যবসা।


আপনার মূল্যবান মতামত দিন: