ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির পশুর হাট বসবে আজ থেকে। আর উত্তর সিটিতে হাট বসবে বুধবার থেকে। ঢাকার দুই সিটি করপোরেশনে নির্ধারিত হাটগুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আনা হচ্ছে পশু।
তবে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আগে থেকেই পশু আনা হয়েছে অনেক হাটে। অনেকেই হাট ঘুরে দেখে দাম যাচাই করছেন।
ক্রেতারা বলছেন, সাধ্যের অনেক বাইরে দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। আর বিক্রেতারা বলছেন, গরুর খাবারসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি চাওয়া হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১১টি কোরবানির পশুর হাট বসবে। এরমধ্যে সবচেয়ে বড় কোরবানি পশুর হাট শনির আখড়ায়। মূলত হাটের কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে।
এখনও পশুর সরবরাহ কম থাকায় ক্রেতাদের আনাগোনাও চোখে পড়ার মত নয়। যদিও এরইমধ্যে জমে উঠেছে ঢাকার বাইরের কোরবানির পশুর হাট।
আপনার মূল্যবান মতামত দিন: