রাজধানীর ডেমরায় বেপরোয়া গতির ট্রাকচাপায় আবু সাদাৎ মোহাম্মদ সায়েম (৩৮) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ইট ভর্তি ওই ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট-২২-৪৬৩৬)সহ চালক মোহাম্মদ বাবর আলীকে (৩৩) আটক করে।
এদিকে পথচারীরা ওই মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের বড় ভাই ফখরুল আলম আজাদ বুধবার দিনগত রাতে ডেমরা থানায় আটক ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় চালক বাবর আলীকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গত বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ডেমরার সাইনবোর্ড-ডগাইর বাজার রাস্তায় এ ঘটনা ঘটে। গ্রেফতার বাবর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কেওডালা মদনপুর গ্রামে বসবাসরত সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাউনিয়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, ট্রাকচাপায় নিহত সায়েম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। তিনি ডেমরার বাহির টেংরা এলাকা থেকে সাইনবোর্ড দিয়ে যাতায়াত করতেন মোটর সাইকেলে। গত বুধবার যথারীতি কর্মস্থলে মোটরসাইকেলে যাচ্ছিলেন সায়েম। এ সময় সাইনবোর্ড-ডগাইর রাস্তায় বেপরোয়া গতিতে চালানো ট্রাকটি সায়েমকে চাপা দেয়।
আপনার মূল্যবান মতামত দিন: