রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি মিল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের শুরু হয়েছে বলে জানা গেছে। ডেমরার ধার্মিক পাড়া এলাকায় অবস্থিত কারখানাটির কেমিক্যাল এর গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে কেমিক্যাল গোডাউনে থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানাটির উৎপাদিত মালামাল বাজারজাতকরণ প্লাস্টিক বস্তার গোডাউনে। পরবর্তীতে পর্যায়ক্রমে সরিষার গোডাউন ও পুরনো তারের গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার পরপরই দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করছেন। কারখানাটিতে ভোজ্য তেল, তীরের আটা, ময়দা সুজিসহ অন্যান্য খাদ্য দ্রব্য উৎপাদন করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।
আপনার মূল্যবান মতামত দিন: