ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

সময় ট্রিবিউন | ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৫০

সংবাদ সম্মেলন

পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার এর চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৭২ উপজেলা পেইড পিয়ার ভলান্টিয়ার। 

১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পেইড পিয়ার ভলান্টিয়াররা তাদের ৮টি দাবি উত্থাপন করেন। 

এ সময় ৭২ উপজেলার পক্ষ থেকে পেইড পিয়ার ভলান্টিয়ারের সভাপতি অনামিকা চাকমা বলেন, করোনা কালীন সময়ে নিজের জীবনের মায়া তুচ্ছ করে জনস্বার্থে নিজেদেরকে বিলিয়ে দিয়েছি। দৈনিক ৪০০ টাকা খোরাকি ভাতার বিনিময় সর্বাধিক চ্যালেঞ্জিং কার্যক্রম চালিয়েছি। নিয়োগের সময় আমাদের বলা হয়েছিল সঠিকভাবে কাজ পরিচালনা করলে আমাদেরই স্থায়ী চাকরি দেওয়া হবে। আমাদের মধ্যে অনেক পরিবারই আমাদের এই ক্ষুদ্র আয়ের উপর নির্ভরশীল। আমাদের চাকরি চলে গেলে আমরা না খেয়ে মরবো। আমরা সফলতার সহিত যখন কাজ করে যাচ্ছি ঠিক তখনই আমাদেরকে চাকরি হতে বাদ দেওয়ার জন্য পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানায় যে, পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা আক্তার বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবা, নব দম্পত্তির সেবা, হাম-রুবেলা টিকা দান এবং করোনা কালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে সেবা দিয়ে আসছি। এছাড়া যখন মহামারীর চলাকালীন সময়ে সকল প্রকার অফিস-আদালত বন্ধ ছিল তখনও আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে গিয়েছে। এ সকল কার্যক্রমের কথা বিবেচনা করে আমাদের ৩,৫২৩ জন ভলান্টিয়ারকে স্থায়ী করা হোক। যদি আগামী এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হয় আমরা আমরণ অনশন করব।


আপনার মূল্যবান মতামত দিন: