গভীর রাতে শীতার্তদের মুখে হাসি ফোটাল ছাত্রলীগ

সময় ট্রিবিউন | ১৯ জানুয়ারী ২০২২, ০৫:৫২

ছবিঃ সংগৃহীত

গভীর রাতে রাজধানীর রাস্তার পাশে ফুটপাতে থাকা অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর খোলা আকাশের নিচে থাকা যেসব মানুষের শীত নিবারণের মত কোন ভালো বস্ত্র নাই তাদেরকে একটু উষ্ণ করতেই ছাত্রলীগের এই উদ্যোগ বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার থেকে ভোর পর্যন্ত রাজধানীর ইস্কাটন,
মগবাজার, হাতিরঝিল, বেইলি রোড, শান্তিনগর, কাকরাইলে ফুটপাতে থাকা দুই শতাধিক মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, সাইফ উদ্দিন বাবু, রাকিব হোসেন, মাহমুদুল হাসান তুষার প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার বলেন, "বাংলাদেশ ছাত্রলীগ সব সময় আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর্ত মানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চালু হয়েছে। আমরা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থী, হত দরিদ্র মানুষ, রিক্সাচালক, পথশিশু সহ শহরের ভাসমান মানুষের মাঝে কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এই কর্মসূচী পুরো শীতকাল ব্যাপী চলমান থাকবে।"



আপনার মূল্যবান মতামত দিন: