কাপ্তানবাজারের অগ্নিকাণ্ডে পুড়ল ১০ হাজার মুরগি

সময় ট্রিবিউন | ৯ জানুয়ারী ২০২২, ১২:২৬

আগুনের ঘটনায় কাপ্তানবাজারের অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ হাজার মুরগি মারা গেছে। শনিবার ভোর পৌনে ৫টার দিকে কাপ্তানবাজারে এ আগুন লাগে।

কাপ্তানবাজার-ঠাঁটারিবাজার মালিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য আল-আমিন হোসেন বলেন, কাপ্তানবাজারে আমার ৩টা মুরগির দোকান ছিল। দোকানের প্রায় সাড়ে ৬০০ মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এই বাজারে খুচরা ও পাইকারি উভয় ধরনের মুরগির দোকান আছে।

তিনি জানান, ভোরের আগুনে এখানকার ৩০টি মুরগির দোকানের সবগুলোই পুড়ে যায়। এতে অন্তত ৮ থেকে ১০ হাজার মুরগি মারা গেছে।

অনেক পাইকারি দোকানে ৫০০ থেকে ৭০০ মুরগি ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, ভোরে আগুন লাগায়, মুরগিগুলো সবই ছিল দোকানের শাটারের ভেতরে। এতে করে বেশিরভাগ মুরগি বাঁচানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কাপ্তানবাজারের অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে। এগুলোর মধ্যে মুরগি, মুদি, চাল ও স্টেশনারির দোকান ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: